অবশ পদযুগল
শৃংখলাবৃত। শকুনি হাসির মাঝে অপহণকারীর
চোখে জমাটবদ্ধ রক্তপিন্ড।
আমার হাত রক্তাক্ত।
শান্ত পদে সে রক্তে অস্পষ্ট কিছু পায়ের ছাপ
আঁকলাম। ভাবলাম এই বুঝি শেষ।
কিন্তু না, উষ্ণ নিঃশ্বাস এখনো শুনি
এক,দুই,তিন........
প্রাণ এখনো।
দ্রুত বেগে শেষ বুলেটে ঝাঁঝরা
সে প্রশস্থ বক্ষ। লুটায়ে পড়া আমারি দেহ।
আমার আঘাতে আজ আমিই হত
নির্বাক,নিথর-- প্রাণহীন দেহ।
এক, দুই,তিনের অভিধান......
সব অবসান!