"আশার আলো"

বঞ্চনাকারীর তপ্তবাক্যবাণ নিষ্প্রভ হলে
নব কালের উন্মাদনায় বাজবে -
কোটি উচ্ছ্বাসে  প্রাণ নিংড়ানো জয়-গীত।
পাবে ধরনীমাতা- সাজ সাজ রব
বিজয়মাল্যে তার প্রতিটি ক্ষুদ্রাণু সাজবে।

★★★★★★