ভয় ভয় হয়
নিদারুণ ভয় হয়
পাছে লোকে যদি জেনে যায়
আমি টাকাখাই। হ্যা- আমি টাকা খাই।
আমি কাজ করি বেশী
কথা বলি কম
যা বলি ভংগিতে
আকারে-ইংগিতে।
আমি বড় ক্ষুধার্ত যত্র তত্র
যাকে পাই ধরে... চিবুই!
আরে না না ,টাকা খাই
কাঠের একখানা ছোট্ট টেবিল
একখানা কেদারা সাথেই
বাম পাশে লুকানো আছে বেশ
বান্ডিল জম্পেশ
জমছে ,জমুক- হাত নিশপিশ ।
আমি বড় ক্ষুধার্ত, আমি টাকা খাই।
ছোট লোক,বড় লোক
কাউকে যে ছাড়ি না
যদি না থাকে কোন পয়সা
তবে দিয়ে যাও বারো আনা
তা-ও যদি না পারো
রেখে যাও চাদরখানা।
কাল টাকা এনে ওটা নিয়ে যাও!
আমি বড় ক্ষুধার্ত, আমি টাকা খাই।
বাড়ি যাব মাছ কিনে
বড় মাছ ,তাজা মাছ
বড় মজা ভাজা মাছ
খেতে-উল্টিয়ে পালটে
তাই আমি টাকা খাই-চেটে পুটে!
লোকে হাতে ধরে, পায়ে ধরে
আমি হেসে বলি, আহা!
অমন কেন করে?
কাছে যেয়ে কানে কানে কি যেন কি বলি
লোকে বাঁকা হাসি দিয়ে
বলে "স্যার! চলি"
পরদিন আবারো একই কাজ করি
আমি কাজ করি বেশী।
সর্বদা হাসি-খুশি।

••••••••••••••••••••••••••••∆•••••••••••••••••••••••••