দুরন্ত শৈশবের নিষ্পাপ হাসির মত
ঝিলিক দিয়ে ওঠা রৌদ্রজ্জ্বল রশ্মির মত
অবিচল নাবিকের সুতীক্ষ্ণ দৃষ্টির মত
অবারিত জলের ঝাপ্টার মত
আমি আজ নিজেকে খুঁজে ফিরি।

ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রচেষ্টার মাঝে
ঝঞ্জ্বা-বিক্ষুব্ধ প্রকৃতির রুদ্রমূর্তির মাঝে
নিদারুণ কষ্টের  ভিখিরির থালার মাঝে
ধানক্ষেতের আইল দিয়ে হেটে যাওয়া ছোট্ট
শিশুটির চোখের মাঝে
আমি আজ নিজেকে খুঁজে ফিরি।

পানিতে স্থির জলরাশির আড়ালে
চিকচিক করা  মাছের লুকোচুরিতে
মমতাময়ীর স্নেহের পরশে
আমি আজ নিজেকে খুঁজে ফিরি।

লালসার শিকার সেই বোনটির ক্লেদাক্ত শরীরের গন্ধের মাঝে
অসহায় চাহনি আর লুপ্ত কামনার আবরনে
কষ্টে পাওয়া স্বাধীনতার মাঝে
আমি আজ নিজেকে খুঁজে ফিরি।

দিন শেষে পাওয়া এক চিলতে হাসির মাঝে
চায়ের কাপে তৃপ্ত চুমুকের মাঝে
আকাশে ছুটে চলা পাখিদের কোলাহলে
আর তাদের নীড়ে ফেরার চাঞ্চল্যের মাঝে
আমি আজ নিজেকে খুঁজে ফিরি।