ফুল্কির লালচে আভার নিস্তেজ হওয়া
দেখে ভেবেছিলাম, এই বুঝি শেষ।
আমি ভুল ভেবেছিলাম।
গাত্র চর্ম ভস্ম!
হয়েছিল নিঃশেষ!
নিস্তেজ।
অন্ধকার হাতড়ে পেয়েছিলাম এক বিন্দু ছাই।
রাস্তার ধারে পড়ে থাকা মায়াবতী হে নারী
তুমি কি একবিন্দু ছাইয়ের চেয়েও তুচ্ছ তবে?
ভাবি আনমনে।
নিরবতার গ্রাসে বাকরুদ্ধ হও বার বার,প্রতিবার
সন্তর্পণে। জমিয়েছ কত নরপিশাচের হাসি!
ছোবল সবার।
বদৌলতে পেয়েছ সামান্য আহার।
তোমার চোখে চোখ রাখতেই
আমি দেখেছি-
তোমার পেটের ক্ষুধা আমি দেখিনি
তোমার চোখে আগুন দেখেছি আমি
'আমি আগুন দেখেছি'।