বহু শীত গেল, গ্রীষ্মের খরতাপ উপেক্ষিত হল
হেমন্তের বিকেল গেল, শরতের কাশবনও গেল।
কান্নায় কান্নায় প্রকৃতি হারাইলো...
সামান্য কিছুই পাইলো।
শহুরে জীবনের আড়ালে, স্বার্থপরতার দেয়ালে
ঠেকা পিঠ তাই- মনের অজান্তে কল্পনা করে
নিসর্গ, বেখেয়ালে।
কায়ক্লেশে জীবন যার, তবুও প্রকৃতির মাঝে
খোঁজে সৌম্যের সাথে উদ্যমতার সন্ধি, অপরূপময়!
বিহংগের হর্ষ-ধব্বনি- সকাল-সাঁঝে।
একরাশ বালু, মেঘের ওপারের সুখ যাপনে
অবলোকনে প্রশান্তি আসে কৃত্রিম -এ
পিঞ্জরমুক্ত স্বপনে।