সিক্ত কর্দমা কি জানে কতটা
কুচ্ছিত হলে তাকে সবচেয়ে কুচ্ছিত বলা যায়?
বোধ করি জানে না। জানার কথাও নয়।

জন্মই যার আজন্ম পাপ
তার আবার বাঁচা-মরা।
কোন রকমে পার করা
শৈশব-যৌবন-জরা।