যে-হাওয়া, ছুঁয়ে যায় হৃদয়, শীতল করে প্রাণ,
তোমার বর্জিত শ্বাস; এটুকু যথেষ্ট।
দিও তুমি সেটুকু; নিষ্প্রাণ জীবনে বায়ুর সঞ্চারণ।
শুধু তোমারই অধিকার,দিয়ে যাবে;
বুক-ভরা নিশ্বাস। এটুকু'ই যথেষ্ট।
নিয়ে যেও; আমার দূষিত যা ভুল-ভাল কষ্ট-যত।
সুখের হাসিতে রেখো আমায় বিশুদ্ধ বায়ু প্রবাহ-ঘিরে।