কি আসে যায়, কার কি তাতে?
শুধু,আমরাই মানুষ; বসতি যাদের ইমারতে।
কি আসে যায়, কার কি তাতে?
পথের মাঝে অনেক চাতক, রাত্রি জাগে অনাহারে।
নিগূঢ় রাতে শীতের মাঝে,
স্বাধীন বাংলার সংবিধানের, কুড়িয়ে পাওয়া পাতা দিয়ে,
উষ্ণ করে চাতক শরীর; প্রতিবাদী অনল দিয়ে।
কি আসে যায়, কার কি তাতে?
মানুষ আমরা; বসতি যাদের ইমারতে।
পথের চাতক মরুক পথে,
শহর তলীর নিয়ন আলয়,কৃত্রিমতায় পরিপাটি;
সভ্য জগতের সৃজন স্থাপনার,দেয়াল ঘেঁষে।