বৃষ্টি সে যে আষাঢ়ে গল্পের বহর,
ফোঁটায় ফোঁটায়
তৃপ্ত নগর ভবন।
বৃষ্টি সেই অলস সকাল বেলা
অফিস.........
সেতো বহু দূরের কথা।
বৃষ্টি হল জলা বদ্ধ শহর ঢাকা,
বহুদিন হয়নি সারা,
যেন অবহেলিত রাজ পথের কথা।
বৃষ্টি মানে হরেক রকম ফুল
নয়ন তারা, লাল দোপাটি,
কদম অথবা জুঁই।
বৃষ্টি মানে মাটির ঘরে_ পাটি বিছিয়ে
পল্লী বধূর আসর;
নকশি কাঁথায়, সেলাই দিদি মনির জীবন।
বৃষ্টি মানে মাটির মত নরম চাষির মন
জল জমেছে মাঠে-খেতে
আজকে, সত্যি অলস জীবন।
বৃষ্টি যেন বিশুদ্ধ করুণ সুর
দুঃখ কষ্ট অথবা ভুল,
ধুয়ে নিয়ে যায় অনায়াসে
আজকে নতুন জীবন।
বৃষ্টি.........
বৃষ্টি হল মেঘ-বালিকার ভীষণ অনুরাগ!
বৃষ্টি হয়ে পরল শেষে,
মনের অভিমান ।
বৃষ্টি ......
বৃষ্টি সে যে অন্য রকম প্রেম
সত্যি কি তুই মানুষ বুঝিস?
সরল সহজ প্রেম।