এ-যেন শুধু বাক্য-অপচয়;!!
৭ই মার্চের কবিতা নিয়ে।
একি শুধু কবিতা_ নাকি; বাঙালির;
হৃদয়-শোণিত কথা ?
তবে, একি দেখি আজ ক্ষুধা-দারিদ্র_আর;হতাশা।
বাংলাতো আছে, তবে সোনার নয়, দুর্নীতিতে গাঁথা ।
স্বাধীনতা পেয়েছি,
কিন্তু;
হইনি স্বাধীন।
স্বাধীনতা কি_কিছু মানুষের হাতে অনেক টাকা-
অর্থ বিত্ত_আর অনেক ক্ষমতা?
আর কিছু মানুষের; নীরব হাহাকার -নিশ্চুপ নীরবতায়
অনাহারে জীবন চলা ?
কবিতা পড়া হয়েছিল;_ ঘোষণাও পেয়েছি স্বাধীনতার।
স্বাধীন-ই যদি
_তবে কোথায় গেল; শ্রমিকের কথা ?
শুধু শোনা যায়_বিত্তশালীদের-
সোনায় মোড়ানো_নকশী কাঁথার;
গল্প কথা।।