মুক্ত_ দুরন্ত_স্বাধীন মেঘ...... জানিস কি তুই?
আমার কি তুই?
তুই যে আমার ছোট্ট বেলার
মিশে থাকা উথালপাতাল ঢেউ।
বৃষ্টি ভেজা অপরাজিতা,
নয়ন তারা, লাল দোপাটি,
ঘন সবুজ, ঝোপের মাঝে কাঠ গোলাপের থোকা,
সাথে_
জুঁই কামিনীর গন্ধে আকুল শহুরে বাতাস
আর.........?
কদম ফুলের স্নিগ্ধ ঘ্রানের, আদর মাখা সই।
বৃষ্টি হয়ে ঝরতি যখন শহরতলীর গায়ে।
অট্টালিকার বারান্দাতে ঝাপটা দিয়ে,
ধুয়ে দিতিস মনের ব্যথা, দুঃখ যত জমে থাকা।
তুইতো সেই,
আপন আমার, ভালবাসার সই।
জানিস কি তুই?
কতটা ভাল-বেসেছিলাম আপন ভেবে নিয়ে।
একটু পরশ পাবো বলে, ছুটে যেতাম বারান্দাতে।
সুযোগ পেলেই,
ভাড়া বাসার, তালা ভেঙ্গে বাড়ির ছাদে।
বুঝিস কি তুই?
কতটা আপন আমার যে তুই?
আজও থাকি অপেক্ষাতে, অফিস ফেরত পথিক হয়ে,
পথের মাঝে ঝরবি যে তুই,
সিক্ত হবো, তোর মৃদু জলে।
তুইও কি ভাবিস, আমার কথা?
মনের যত দুঃখ ব্যথা,
ধুয়ে দিবি, যত্ন করে?
যত্ন করে,
ঝরবি শুধু আমার হয়ে।
শহরতলীর ছোট্ট ঘরের সরু গলির বারান্দাতে,
গভীর রাতে?
বুঝি না কিছু- তুই কি বুঝিস _ একটা কিছু?
বুঝিস কি তুই?
ভালবাসার গোপন ব্যথা,
কাছে পাবার আকুলতার উথাল_________ পাথাল ঢেউ?