মেঘের সাথে করছি খেলা, বেলা অবেলা সারাটা বেলা।
মেঘের দেশে বেধেছে বাসা, আমার মনের যত, স্বপ্ন-আশা।
পড়শী আমার মেঘ বালিকা, মেঘ প্রদেশের রাজকন্যা !
আমি সাধারণ- অতি সামান্য; তবু রইল_অকৃত্রিম নিমন্ত্রণ ।
আর যদি, অনবসর খুব বেশি হয়,
তবে; নাইবা এলে আমার কাছে।
তখন, বৃষ্টি হয়ে ঝরো তুমি_আমার বাড়ির আঙ্গিনাতে।
আমি না হয় যত্ন করে; ভালবেসে, অনেক_অনেক আদর দিয়ে,
আমার মনের মৃনাল পাত্রে_ রাখবো তোমার জলের কোনা;
নাইবা পেলাম তোমার দেখা।