দুঃখ হলো পথের সাথী,
সুখ হলো তার অনুপ্রেরণা।
পথের সাথী শক্তি যোগায়,
অনুপ্রেরণা স্বপ্ন যোগায়।

স্বপ্ন হলো_...
ধ্রুপদী আকাশ;_অন্ধকারে আলোর আভাস।

রাতের আকাশ তারার আলোয়,
ম্লান হয়ে যায় নীরব কালো।
আধার  সে-তো  আলোর আশা,
আলোতো নয় কালোর ভাষা।
আঁধারেতেই স্বপ্ন দেখা  
স্বপ্ন হলো জেগে থাকা।

দুঃখ ছাড়া জীবন বৃথা,
দুঃখ দিয়ে সত্য গাঁথা।
সত্য হলো ভোরের তারা,
ধ্রুপদী-আকাশে যাত্রা করা।

দুঃখ দিয়ে সুখ চেনা যায়,
সুখ হলো-যে;_
জীবনের আশা। _
জীবন হলো এগিয়ে চলা_
আর;_
স্বপ্ন হলো_লক্ষ্যে থাকা ।