কে তুমি নারী?
সচেতন দৃষ্টিতে,কর নিরীক্ষণ_
নদীর বুকে,
কি আছে এমন?
বুনছ-কি তুমি সুতনু বন্ধন,
বয়ে চলা নদীর সাথে?
____________অকৃত্রিম; ক্রীড়নক।
কি আছে এমন; অথই জলে?
মিলেছে-কি, তোমার সৃজন বিবরণ?
মিলেছে-কি তোমার জলের কণা?
নয়ন তারা সিক্ত করা__
বিন্দু_বিন্দু, নয়নবারি?
মিলেছে-কি তোমার আড়াল করা,
স্মিত-মুখে পাথরচাপা, বক্ষ স্থলে পরে থাকা_
বিস্তর;________বিজন প্রদেশ?
কে ছিল তার অধিপতি?
যে আছে এখন,
___________সে কি আসল?
তবে;___
কে-বা আছে অপেক্ষাতে;
সুসজ্জিত
______যুদ্ধবিশারদ?
রেখা চিত্রে; আঁকছে একা _
পরিকল্পিত_
যুদ্ধ_বিবরণ।
অপেক্ষাতে;_________
____________প্রান্তরেতে,
গুনছে প্রহর_নির্জনেতে।
আসবে কবে;
কাঙ্ক্ষিত সেই_ যুদ্ধে যাবার;
______সুবার্তা।
কে তুমি নারী?
কি পরিচয়?
কি আছে এমন, তোমার মাঝে,
যুদ্ধ চলে তোমায় নিয়ে,
লক্ষ_কোটি
____________বছর জুড়ে?