প্রিয় ঘুম,

আমার চোখের কাছে এসো

ঘুমিয়ে যেতে চাই

যাতে করে আমি একটি নতুন দিন  পাই।


প্রিয় ঘুম,

আমি আমার বালিশ টিতে

আমার মন ঘুমাবে না, সে নাকি ছুটিতে

যাইহোক, আপনি আসেন
এই ঘড়িতে।


প্রিয় ঘুম,

আমাকে দেখান  সেই স্বপ্ন

যেটা দেখেনি অন্য।


প্রিয় ঘুম,

মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে

কিছু চিন্তা কেনো যে আসছে

নতুন দিনের অপেক্ষায়,
তুমি আসো এই ঘড়িতে


প্রিয় ঘুম,

এখন ঘুমাও তুমাকে আসতে
হবে না
অনেক দেরি হয়ে যাচ্ছে।