সুমা তুমি রং চা খাও না বলে আমি দুধ হাতে নিয়ে দাঁড়িয়ে, সুমা তুমি হাটতে পার না বলে আমি রিক্সা মামার খুজে,যদি ও তুমি থাকো বাড়ির অ পাশে,,কেনো জানি মনে হয় এক আকাশ দূরে।
সুমা তুমি বলেছিলে আসবে তাই , বসে আছি নতুন জামা পড়ে। বলেছিলে দিবে কল, নিবে তুমার সাথে। সুমা তুমি কেনো এমন , আমার দেহে প্রাণ তাকে না যেমন। তুমি ভালোবাসো নি করেছিলে মায়া, তাইতো আজ আমি তুমায় ছাড়া।