কে তুমি অহানি
আমি ঐ হৃদয় যাকে ভাঙ্গা হয়েছে
আমি সেই হাত ছিলাম যাকে ছেড়ে দেওয়া হয়েছে
আমি সেই চোখ যাকে ভিজানো হয়েছে বহুবার
আমি ঐ চুল যাকে আমার প্রিয় জনরা ই টেনেছে
আমি সেই কান যাতে কেউ মুখটি নিয়ে চুপি চুপি কিচু বলে না
আমি সেই যার কোনো বন্ধু নেই।
আমি ত সেই মানুষ টা হাজারো মানুষের ভিরে নিজেকে একা মনে করে।
আমি হতে পারিনি সেই মেয়েটা যেমন টি সে চেয়েছিলো।
এখন তুমি কার
আমি এখন শুধুই আমার।