ভুলের আশ্রয়


আমারে ডাকিল বসে বুকের গহিণে,
সুরেলা মধুর কণ্ঠে স্বাধের যৌবনে।
নতুন পৃথিবী যেন সাজানো নয়নে,
অবাক বিস্ময়ে ভাবি একাকী গোপনে।
নিরলে বসিয়া শুনি চরণের ধ্বনি,
হৃদয়ে আসন পেতে বসিবারে টানি।
শীতল চাদরে বাঁধি বিশ্রামের ছানি,
শান্তির কুটিরে হাসে অনামিকা রাণী।

কামনা বাসনা মনে দিবানিশি পুষে,
বৈরাগী অন্তর কাঁদে নিত্য ভালোবেসে।
চঞ্চল উতলা প্রাণ বসন্ত বাতাসে,
বিরহ আগুন জ্বলে প্রেম সর্বনাশে।
জীবনের গতিবিধি কঠিন সময়,
যৌবনের পদার্পনে ভুলের আশ্রয়।