ভোলাতো যায়না তারে শত চেষ্টা করে,
জানিনা অতীত কেন শুধু মনে পড়ে।
রাখনি স্বরণে তুমি ক্ষণ পরিচয়,
ভুলিনি কখনো আমি সেই অভিনয়।
ভালোলাগা ভালোবাসা ভাবনা উদাস,
যদি মনে পড়ে যায় হয়না প্রকাশ।
যত দূরে থাক তুমি তত কাছে টেনে,
দিবানিশি বসবাস হৃদয় গহীণে।।
খুব সহজেই তুমি বদলালে একা,
আবার হবেতো দেখা কপালের লেখা।
পথ যদি শেষ হয় গন্তব্যে চলার,
শক্তি সাহস যোগায় সামনে হাটার।
বলতে পারিনা কেন অধিকার নিয়ে,
পরাজিত এই আমি ভুলিতেই গিয়ে।