ভক্তির প্রসাদ
শপথ

নিরলে বসিয়া ধ্যানে অভিমানে রই,
অন্তরে আসন পাতি সাজিয়ে সুন্দর,
পবিত্র হৃদয়ে মাখি সুগন্ধি আতর,
বৃন্দাবনে পুষ্পকুঞ্জে শ্যাম রাধা কই?
আসে যদি প্রাণনাথ মনে যারে চায়,
বিনোদিনীর অপেক্ষা ভক্তির প্রসাদ,
ভোজনে তুষ্ট করবে নিত্য ফরিয়াদ,
সেবিকা দাসীর আশা চরণে আশ্রয়।।  

অপবিত্র কুলষিত আত্মার প্রণাম,
পথভ্রষ্ট অপরাধী নরাধম ভেবে,
অজ্ঞানীর পরিচয় দিয়েছি যে তবে,
মহাপাপীর জীবনে শুধু বদনাম।
পছন্দ হয়নি কভু জগত পতির,
পূজা অর্চণায় নত আরাধনে শীর।।