ভিক্ষা দে
শপথ

ভিখারী দুয়ারে খাড়া কাঁদে শূণ্য ঝুলি,
শরাবান তহুরা দে তৃষ্ণা নিবারণে,
সুস্বাধু আহার যোগা উদর পূরণে,
আশার হাত ফিরিয়ে দিস না যে খালি।
জালালী নূরের আলো নয়নে জ্বালিয়ে,
অন্ধ কলবে দিশারী সঠিক পথের,
সারা অঙ্গে মাখিয়ে দে ধূলি চরণের,
পাপী দেহ খাঁটি করে অন্তর পুড়িয়ে।

জ্ঞান বুদ্ধি বিবেক দে সত্য ন্যায়নীতি,
ভাল মন্দ কর্মকান্ডে পাপ পূণ্য যথা,
হালাল হারাম ভেদে ধৈর্য্যশীল তথা,
ক্ষমা করে অপরাধ যত ভুল ভ্রান্তি।
মহান দয়ার সিন্ধু করুণা দে তবে,
ইনসানী জীবন দে ধন্য করে ভবে।