বসন্তের আমন্ত্রণে হৃদয়ে ফাগুন,
পূর্ণিমার চন্দ্রিমায় মধুর বাসর,
বিশ্বাসের আলিঙ্গণে সুখের প্রহর,
অপরুপ বসুন্ধরা স্বপ্নের ভূবন।
জীবনের অন্তমিল অতল গভীরে,
মিলনের মোহনায় উত্তাল তরঙ্গ,
বৃন্দাবনে রাধা কৃষ্ণ স্বাধীন বিহঙ্গ,
ইহলোকে পরলোকে পবিত্র অন্তরে।
আকাশের নীলিমায় মেঘেদের ভেলা,
বাগিচায় বুলবুলি প্রেমের গজল,
প্রকৃতির সমারোহে সবুজ শ্যামল,
জান্নাতের নেয়ামত আনন্দের মেলা।
প্রণয়ের সাত পাক সম্পর্কে বাঁধন,
শুভ বিবাহে স্বামী স্ত্রী জীবন মরণ।