ভালবাসার অধিকারে
শপথ
অধিকার দিয়েছিলে সম্পর্ক স্থাপন,
ভালবেসে বিচরণে হৃদয়ে দখল,
বিশ্বাসে সাজানো এক স্বপ্নের মহল,
অস্থিত্বে বিলীনে গড়ি আপন ভূবন।
দর্পণে রুপ হেরিয়া নয়ন যুগল,
দৃষ্টির প্রান্তে আড়াল বিরহ দহন,
শান্তির পরশ বুকে সুখের পবন,
পৃথিবীর মাঝে আজ প্রেমের পাগল।।
অমৃত শরাব পানে তৃষ্ণা নিবারণে,
নেশার বোতল হাতে হই মশগুল,
অন্তরের ছলানায় বিষাক্ত ছোঁবল,
প্রতিশোধ নিতে তুমি জড়ালে জীবনে।।
ভালবাসা পাপ নয় প্রতারণা ভুল,
চরম শিক্ষায় শাস্তি ভুলের মাশুল।।