সহেনা যাতনা কেন বিচলিত প্রাণ,
প্রতিটি প্রহর গুনে দিবস যামিনী,
প্রাপ্তিতে তৃপ্তির জ্বালা তৃষিত জীবনী,
অনন্ত পিয়াসা খুঁজে সুখের সন্ধান।
ভালোবাসার কখনো নেই পরাজয়,
স্বাধ জাগে পৃথিবীতে অন্তরের আশা,
বুকের গভীরে ব্যথা মিলনে হতাশা,
যুগে যুগে প্রেম প্রীতি অমর অক্ষয়।
হৃদয়ে গোপন রেখে অব্যক্ত প্রকাশ,
আবেগের অনুভুতি স্বপ্নেরা সাজানো,
বাঁচার লক্ষ্যে জীবন বিশ্বাসে বাঁধানো,
বিসর্জনে আত্মশক্তি অস্তিত্ব বিকাশ।
ভালোবাসা ভোগে নয় ত্যাগে মহীয়ান,
মহাকাল চিরঞ্জীব জগতে অম্লান।।