বিশ্বাসের অযোগ্য যে তুমি মানুষ না
নিজেকে আবৃত করে মিথ্যার চাদরে
গুপ্ত পরিচয়ে কেন খুঁজিলে ঠিকানা
আশ্রয় পেতে চাইলে মনের গভীরে
ভালোবাসার করুনা ভিখারীর আশা
যোগ্যতা বিহীন তুমি ঢেকে দুর্বলতা
হৃদয় রাঙিয়ে এলে দেখিতে তামাশা
সত্য সুন্দর প্রেমের ভুলে পবিত্রতা
দেহ মাঝে যৌবনের নিত্য সুড়সুড়ি
বিপরীত আকর্ষনে নারী ও পুরুষ
বিশ্বাস ভরসা পায় খুব তাড়াতাড়ি
অবশেষ খুঁজে পায় কার কত দোষ
মুখোশের অন্তরালে চরিত্র ব্যক্তিত্ব
জীবনের পরাজয়ে হারায় অস্তিত্ব