সুখের জোয়ারে যত ভাবনার ঢেউ,
আশার তরীতে ভাসি প্রেমের নদীতে,
হৃদয়ের তীর ঘেষে কল্পণার দ্বীপে,
অজানা পাড়ি জমাই জানলো না কেউ।
বুকের অতলে ডুবে খুজি অনুভুতি,
আবেগের পাল তোলে রঙ্গিন মাস্তুলে,
বিশ্বাসের বায়ু এসে মন প্রাণ দোলে,
উজান স্রোতের মাঝে জীবনের গতি।
অন্তর মাঝি সাতারে একুল ওকুল,
ভক্তির বৈঠায় টানে স্বপ্নের সাম্পান,
বিশুদ্ধ গভীর জলে নিত্য করে স্নান,
মহাসিন্ধু পাড়ি দিয়ে পৌছাতে ব্যকুল।
বিন্দু বিন্দু জল কণা প্রশান্ত সাগর,
ভালোবাসার বন্দরে নিশ্চিন্তে নোঙর।