হৃদয়ে রেখেছি তোকে অতল গহীণে,
কেউ তো পাবেনা খুঁজে সাজানো ভূবনে।
দুচোখে রেখেছি তোকে নয়নের মনি,
আলোর দিশারী যেন ঝলমল পানি।
মনের মণিকৌঠায় প্রেমের আসন,
পরম প্রণয়ে তোকে করেছি ধারন।
নিত্য বাঁচার আশায় পৃথিবীর বুকে,
রঙ্গিন স্বপ্ন সাজাই মাটির দ্যুলোকে।
ভাবের শরাব পানে নেশাতে বিভোর,
অথৈ জলের গভীর জাগে বালুচর।
বারেক নোঙ্গর করি মিলন বন্দরে,
উজান ভাটির টানে হাবডুবু তীরে।
তবুও কঠিন পণ জীবনের বাজী,
ছলনার ধোঁকা তোর ভালোবাসা পুঁজি।