ভালো থাক ভালোবাসা দূর বহুদূরে
ভুলে যাব সব স্মৃতি আমি চিরতরে
চেনা জানা পথগুলো সামনে পিছনে
চোখ বুজে চলে যাব তোমাকে বিহনে
দিব যত পাব তত লাভ লোকসান
বাজারের মূল্য ধরা হোক অবসান
স্বার্থ লোভে ধোকা দিতে নিত্য ছলনায়
আপন মানুষ চেনা এ জগতে দায়
জন্মসুত্রে রক্তধারা আত্মীয় স্বজন
ভালোলাগা ভালোবাসা সম্পর্ক স্থাপন
প্রয়োজনের গুরত্ব কাঁদায় হাসায়
প্রিয়জনে অবহেলা সহ্য করা দায়
সিদ্ধান্তের ভুল ভ্রান্তি তুচ্ছ অভিমান
তর্ক বিতর্কের মাঝে ক্ষমাতে মহান