কপালের জয় টিকা ভাগ্যের প্রলেপ,
সুখ চাহিতে আসিল দুঃখের বহর,
স্বপ্ন আশা চাপা দিল কষ্টের পাথর,
যন্ত্রণার বেদনাতে করুণ বিলেপ।
বিধাতা লিখে যখন ভাগ্যলিপি খাতা,
কলমের কালিগুলো অকারণে ঝরে,
কলঙ্ক জোয়ারে ভাসে অতল সাগরে,
নষ্ট হল হাসি খুশি জীবনের পাতা।
পৃথিবীর উপহাস বুকে তৃষ্ণা ক্ষুধা,
বিকিয়ে লাজ শরম সাজানো স্বপন,
মানুষের দ্বারে দ্বারে গড়িতে ভূবন,
ভিক্ষার শূণ্য ঝোলায় করুণার সুধা।
অভিশাপ আর্শিবাদ মহান স্রষ্টার,
এ কেমন প্রহসণে সৃষ্টি বিধাতার?