পৃথিবীতে একা এসে যেতে হয় একা,
এইতো জীবন ভবে বেঁচে থাকা ধোকা।
কেউতো আপন হয়ে নিত্য ভুলে থাকে,
কেউবা পরকে শুধু ভালোবেসে ডাকে।
শান্তি সুখে স্বপ্ন আশা বুকে বাঁধে বাসা,
পাওয়া না পাওয়ার মিটেনা পিয়াসা।
মিথ্যে সব পরিচয়ে মায়ারি বাঁধন,
অন্তর সুঁতায় গেঁথে সম্পর্ক স্থাপন।
ক্ষণিকের ভালোলাগা অকারণে মন,
ভাবের দেশে ভ্রমনে রাঙ্গালো চরণ
ইচ্ছেমত দিবানিশি ভাবি আমি এক,
প্রতিফল ঘটে তার অজানা আরেক।
সত্য সুন্দর আনন্দ একাকীত্ব ভাবে,
ভাবনার অন্তমিলে কেউ নেই ভবে।