ভাল মন্দ
শপথ

ভিক্ষুকে পয়সা দিতে মনে দিদ্ধা দন্দ।
ক্ষুধার্তকে অন্ন দান ভাল নাকি মন্দ?
দারিদ্রের অভিশাপে পায় তিরস্কার,
ধনীর অহংকার ভাবে মর্যাদার।
অসহায় অভাবীর চরিত্র স্বভাব,
সততা আদর্শবান সম্মানে কি লাভ?
দুর্নীতির শীর্ষ স্থানে তালিকায় নাম,
সম্পদের পাহাড়ে কি ঢাকে বদনাম?

অত্যাচার নির্যাতন ধনীদের কাজ,
চুর ডাকাত কলঙ্কে নেই কোন লাজ।
লজ্জা শরম কেবল গরীবের মনে,
হাত পেতে ভিক্ষা করা ক্ষুধা নিবারণে।
আজকাল কয়জনে ভাবে সুক্ষ জ্ঞানে,
ভাল মন্দ নির্বাচনে মানব জীবনে।