জীবন বাচাতে তোর দায়িত্ব পালনে,
ইহকাল পরকাল ত্যাগিলাম ভবে,
পাপ পূণ্যের বিচার আখেরাতে হবে,
নিন্দা ঘৃণা অপবাদ কুড়াই ভূবনে।
আমার চিন্তা ভাবনা মঙ্গল কল্যাণ,
চোখে চোখে কাছা কাছি যত্ন সহকারে,
মায়ের স্নেহ মমতা পিতার আদরে,
ভুল ত্রুটি শোধরাতে শাসণে বিধান।
আপন হয়না পর স্বার্থলোভ খুজে,
উপকারী অকৃতজ্ঞ মনে অহমিকা,
সম্পর্কের দূর্বলতা সরলতা ধোকা,
ভালোবাসার বন্ধনে ক্ষমার কি বোঝে।
লাভ ক্ষতির হিসাবে প্রতিশোধে নেশা,
শক্তি ক্ষমতার জোর মিছে তোর আশা।