শেষ হল ২০১৮ আসিল ঊনিশ,
ক্যালেন্ডারে দিনগুলি সাজানো তারিখ,
অনায়েসে কেটে যাবে দিনের অধিক,
সমাপ্তির সূচনাতে জীবনের শীষ।
না পাওয়ার আঠারো ঊনিশে প্রত্যাশা,
সাজানো প্রহরগুলি ভাবনায় মিশে,
স্বপ্নের রঙ্গিন আশা সময়ের পাশে,
অবহেলা অনাদরে বাঁচার হতাশা।
যতনে রতন মিলে যথার্থ মর্যাদা,
গোপন ভান্ডার খোলে সাফল্যের চাবি,
মূল্যায়ন যদি কর সময়ের দাবী,
সামনে হাজির পাবে সুযোগ সুবিধা।
ভাবিয়া করিও কাজ সুখের সন্ধানে,
জটিল সমস্যা যত শান্তি সমাধানে।।।।