উদাস
শপথ
নিঃস্ব হয়ে আজ আমি অশ্রুজলে সিক্ত,
বোবা মনে আহাজারি ব্যথা বেদনার,
নির্মম অমানবিক কত অত্যাচার,
কলঙ্কিত জীবনের যন্ত্রণা অব্যক্ত।
রিক্ত অসহায়ত্বের নিষ্ঠুর আঘাত,
মানবিক প্বাশবিক ঘৃণ্য বর্বরতা,
শোষণের নির্যাতন সুশীল সভ্যতা,
জাগ্রত বিবেক বোধে নেই প্রতিঘাত।
সুন্দর পৃথিবী হেরে দৃষ্টিহীন চোখে,
সুখ শান্তির আনন্দ বিত্তের সন্ধানে,
সত্য ন্যায়ে পুষ্প ফুটে মানব বাগানে,
সৌন্দর্য্যে মুগ্ধ নয়ন অপলক দেখে।
কাব্যের পাঁপড়ি জুড়ে কবির সুভাষ,
সুঘ্রাণে মাতেনি কভু পাঠক উদাস।।।