তুমি যে সুন্দরী
শপথ
রেখেছো গোপনে তুমি কি জানি কি মনে?
থাকলে কিছু খুলিয়া বলনা আমায়,
লুকোচুরি কর কেন হাত ইশারায়,
হৃদয় সিংহাসনে বসে রাত্র দিনে।
সৌরভে দোলছে যেন কাননে গোলাপ,
আকাশে উদিত হয়ে জ্বলে শুকতারা,
পদচিহ্নে বয়ে চলে সুপ্ত ঝর্ণা ধারা,
ব্যকুল আমার হিয়া করিতে আলাপ।
অজান্তে প্রকাশ করি তুমি যে সুন্দরী,
রুপে গুণে পরিপূর্ণ বিধাতার যত্নে,
গড়েছে অপূর্ব এক মূল্যবান রত্নে,
পূর্ণিমার চন্দ্র দেখি মানবী না পরী।
পলকবিহীন দৃষ্টিতে অবাক নয়নে,
রুপ হেরে জিজ্ঞাসি কি বোবা জ্ঞানহীনে।