কেঁদে কেঁদে কাটে যদি মানব জীবন,
স্বপ্ন আশা বেঁচে থাকা ভাগ্যের লিখন।
দুঃখ কষ্টে ভাঙ্গা গড়া খেলার কারণ,
অনন্ত বিধাতা কেন করিলে সৃজন?
জন্ম দিলে পৃথিবীতে আপন ইচ্ছাতে,
দেখা সাক্ষাত কখনো হয়না জগতে।
সর্বশাস্ত্রে পরিচয় তোমাতে আমাতে,
প্রেম প্রীতি ভালোবাসা এলে প্রকাশিতে।
কি যে ব্যথা লুকায়িত বুকের ভিতরে,
ক্ষুধা তৃষ্ণা নিবারণে নিত্য অনাহারে।
ভোগ বিলাসী বাসনা জন্ম জন্মান্তরে,
ধন সম্পদ অর্জনে লিপ্ত পাপাচারে।
হিংসা বিদ্বেষ মানুষে মিষ্টি হাসি লুকে,
তুমি এসে দেখে যাও আছি কত সুখে!