আর বাজিওনা শ্যাম বাঁশের বাশরী,
মন প্রাণ নিল কাড়ি নিঃস বিনোদনী,
সেবিতে চরণ দাসী সাজে কলঙ্কিনী,
মরমে, মরণে বাঁচি প্রেমানলে পুড়ি।
সাজানো কুঞ্জে বসিয়া চিকন কালিয়া,
বাঁশির সুরে ডাকিল রাধিকা রাধিকা,
অন্তর হয় উতলা কাঁদি বসে একা,
বুকে জ্বালানো অনল নিভাই কি দিয়া?
ও সখা বিণয় করি, শুন শ্যামরায়,
ননদী শাশুড়ী ঘরে পাড়া প্রতিবেশী,
জাত কুলে অপবাদ বদনামে দোষী,
কেমনে ফাঁকির ছলে আসি যমুনায়।
কৃষ্ণ প্রেমে পুড়া দেহ রাধার জীবন,
যমুনার জল পানে তৃষিত দিগুন।