ভালোবেসে তোকে আমি মন দিতে চাই
মন নয় প্রান নয় এ জীবন লিখে
চুক্তি স্বাক্ষর হৃদয়ে স্মৃতি করে রেখে
আমার অন্তরে আর বেশি কিছু নাই
প্রবল ইচ্ছার শক্তি করেছি সঞ্চয়
ধৈর্য্য ধরে সহ্য করা কঠিন তপস্যা
নিন্দা ঘৃনা অপমান ভাবিনি সমস্যা
প্রিয় থেকে প্রিয়জন হারানোর ভয়
বহুদুর থেকে আমি পৃথিবীর বুকে
দিন রাত পাড়ি দিয়ে গন্তব্যোর খুঁজে
অবশেষে তোর বুকে বীজ দেই গুজে
আশার ফসল যেন ফলে শান্তি সুখে
ফুলের সৌরভ ঘ্রানে চিরকাল প্রেমে
তোর দিগন্তে ছুটেছি অনন্ত অসীমে