তোমাতেই আমি
শপথ

ভালবাসি বলেইতো হারানোর ভয়,
মনের কথা প্রকাশে যদি ভুল হয়।
আমার আকুলতায় চিত্ত জুড়ে তুমি,
আবেগের ব্যাকুলতা অভিমানী আমি।
চঞ্চল প্রাণের যত আশা ভালবাসা,
উষ্ণ হৃদয়ের প্রেম মিটেনা পিপাসা।
বিশ্বাসের আরাধনা পূজা উপাসনা,
তোমার চরণে কভু ঠাই হবে কি না?

দেবীর মত সাজিয়ে মনের মন্দিরে,
সকাল সন্ধ্যা আরতি জানাই কাতরে।
সকল চাওয়া তুমি অন্তরে মিনতি,
জীবনের সফলতা নাম যশ খ্যাতি।
সাবধানে ছায়া সঙ্গী নিত্য চলমান,
তোমাতেই খুঁজি আমি মঙ্গল কল্যাণ।