চাইনা এই পৃথিবী তুমি ছাড়া আমি
হৃদয়ে লিখেছি নাম শুধু ভালোবেসে
আমার মনের ঘরে দিবানিশি এসে
বিধির কৃপা জগতে উপহার দামী
স্বপ্ন দিলে আশা দিলে সবুজ শ্যামল
বুকের মাঝে গোপনে সাজালে বাগান
সুখ শান্তির রচিত মিলনের গান
সজীব সতেজ ডালে ফুটন্ত কমল
স্বার্থ ত্যাগে প্রেম প্রীতি জীবনের ঋণ
তৃপ্তির সন্তুষ্টি চিত্তে অনন্ত পিপাসা
মিটিল জন্মের সাধ পূর্ণ হল আশা
ধৈর্য্যের অতলে ডুবে নিজেকে বিলীন
নিত্য আদান প্রদান অসীম মহীমা
পবিত্র অন্তরে সদা করে দিলে ক্ষমা।