হে প্রভু আমি অধম পাপী অপরাধী
তবুও তোমার সৃষ্টি শ্রেষ্ট ইনসান
তোমার ইচ্ছাতে জানি হাসি আর কাঁদি
সুখ শান্তির বাসনা অসন্তুষ্ট প্রান
দু:খ কষ্টের দাহনে কাতর যন্ত্রনা
অভাবে স্বভাব নষ্ট ভূবনে বাঁচার
অজ্ঞতার ভুল ত্রুটি পাপের সুচনা
জটিল থেকে কঠিন জীবন আমার
ভাবনা চিন্তার মাঝে দিবানিশি আমি
সুন্দর সাজাতে চাই আপন ইচ্ছাতে
ভাগ্য খাতায় গোপনে কি লিখলে তুমি
হতাশার অগ্নিশিখা অন্তর জ্বালাতে
কি এমন চাই আমি যদি না বুঝিলে
ভক্তি পুজা সেজদাতে কি লাভ ডাকিলে