হোকনা সে অভিনয় সামনে সবার,
অটুঁট বিশ্বাস রাখি হৃদয়ে আমার।
ভাল যদি নাই বাস কেন ছলনার,
আমাকে করিতে খুশি দায় কি তোমার?
ক্ষণিকের স্মৃতি বুকে রেখেছি যতণে,
কত ব্যথা দিবে তুমি ঘৃণা অপমানে।
কপাল পুড়া অভাগী তোমার জীবনে,
অবহেলা নিয়ে বাঁচি প্রেমের ভূবনে।
কাছে কেন এসেছিলে মায়াজাল পেতে?
কি চাওয়া কি পাওয়া কি ছিল অতীতে?
দিয়েছি উজার করে যা ছিল আমাতে,
ধন্য জীবন আমার স্বার্থক জগতে।
আঘাতের জ্বালা সয়ে বিরহে কাতর,
এই তো পরম সুখে রচিত বাসর।।