ঝরা ফুল তুলে তুলে মালা গাঁথি একা
সৌরভে ফুলের ঘ্রাণে ক্ষণিকের দেখা
আগুন্তক পথিকের ধরে দুখান পা
জীবনের খেলাঘরে একটু খেলে যা
তিলেক দন্ড দাঁড়িয়ে কৌতুহল বশে
প্রণয়ের সুত্র খুঁজে হাসি গানে মিশে
চির চেনা প্রিয়জন লাগে ভালো কত
কাঁটার আঘাত বুকে ক্ষত চিহ্ন শত
আপন স্বত্ত্বায় আমি ছিলাম স্বাধীন
তোমার তরে কত কি করেছি বিলীন
চাইনি তোমার কাছে স্বার্থের ভূবন
দিয়েছি উজার করে ভাবিয়া আপন
অবহেলা অনাদরে হারানোর ভয়
অস্তিত্বহীন বিশ্বাসে তিলে তিলে ক্ষয়