বায়ান্ন তাসের খেলা মানব সৃজন,
সুখ দুঃখ হাসি কান্না চার রঙ্গে সাজি,
সাহেব বিবি গোলাম টেক্কা মারে বাজী,
ইশ্কা রুইতন আর চিরা হরতন।
এক ফোটাতে আল্লাহ সর্বদা বিরাজ,
দুই ফোটা নূর ভাগে মুহাম্মদ নবী,
তিন ফোটা কারুকাজে আদমের ছবি,
চার ফোটাতে হাওয়া সুনিপুন সাজ।।
ছয় ফোটা ষড়রিপু লাল কালো ঢাকা,
সাত ফোটা বন্ধ করে নরক দরজা,
আট ফোটা খোলা হলে স্বর্গে যাবে সোজা,
তুরুকের তাস রঙ হার জিত ধোকা।
পাঁচ ফোটা পাঁচ সংবিধানে পাক পাঞ্জাতন,
দশ ফোটা দশ ইন্দ্র বিজয়ী জীবন।।