টক ঝাল মিষ্টি
শপথ
পূর্ণিমার চাঁদ রাতে জোছনা ছড়ায়,
আমার জীবনে এলো নববধূ আজ,
প্রণয়ে গাঁথা স্বপন বহুরুপি সাজ,
বিশ্বাসের আলিঙ্গণ বাসর সজ্জায়।
কপালের ভাগ্যরেখা লক্ষীর পরশে,
সুখ দুখ ভাগাভাগি অধিকার মাজে,
ঝগড়া বিবাদ কত ব্যবহার কাজে,
বাকযুদ্ধ ময়দানে জয়ী অবশেষে।।
দুজনার গতিপথ দুই দিকে যায়,
মান অভিমানে কত ভুল বুঝাবুঝি,
অনুরাগে দিবানিশি তাকে শুধু খুঁজি,
সঠিক গন্তব্যে পৌছি এক সীমানায়।
বিধাতার আর্শিবাদে স্বামী স্ত্রীর সৃষ্টি,
সংসারে স্বাধ পাই টক ঝাল মিষ্টি।।