জগতে মানুষ যত সুন্দর পুজারী,
কথা কর্ম ব্যবহারে চরিত্র গঠন,
রূপচর্চা নিয়ে ব্যস্ত সাজাতে জীবন,
শান্তিপ্রিয় হাসি খুশি সুখের ভিখারী।
প্রয়োজনে ভাল মন্দ জটিল সমস্যা,
স্বার্থের শিকলে বন্দি কাঁদে মানবতা,
ন্যায় নীতি বিসর্জনে বর্বর সভ্যতা,
সজীবতা চায় শুধু আপন প্রত্যাশা।
চরম ক্ষতি সাধনে সাফল্যের জয়,
মানুষের লোকসানে সুনিপন ফাঁদ,
গর্বিত সুনাম খ্যাতি অর্জনের সাধ,
ভয়ানক প্রতিশোধে সত্য বিপর্যয়।
শাস্ত্র খোলে সাদা দিলে কি যে অভিপ্রায়?
কর্ম ভুলে ধর্ম তলে কে নিবে আশ্রয়?