(((আমার কবিতা পাঠক ও মহৎ হৃদয়ে মন্তব্য প্রদানে উৎসাহ অনুপ্রেণা যোগিয়েছেন যে সকল মহান কবিগন তাঁদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সম্মান প্রদর্শণ এবং কৃতজ্ঞতার অবনত মস্তিস্ক গভীর ভালবসার শ্রদ্ধাঞ্জলী
তাঁদের চরণে অর্পণ।)))
শুকর গুজার
শপথ
আলহামদুলিল্লাহ লাখো কোটি বার,
আল্লাহর দরবারে শুকুর গুজার,
আপনার প্রশংসা নসীবে আমার,
আর্শিবাদ মনে করি অনুপ্রেরণার।
রহমত বরকত কৃপা আল্লাহর,
নাযিল হোক সমস্ত কবির উপর,
মিলে মিশে পাশাপাশি আনন্দ প্রহর,
প্রকাশিত কবিতায় জমেছে আসর।।
ভাল ও সুস্থ থাকুন হে কবি মহান,
মন্তব্যে আদর স্নেহ পেয়েছি সম্মান,
ভালবেসে উপহার নেই প্রতিদান,
প্রেম ভক্তি শ্রদ্ধাঞ্জলী রাখে অবদান।
সকলের জন্য চাই মঙ্গল কল্যান,
কবুল কর আল্লাহ তুমি রহমান।।