(((আমার কবিতা পাঠক ও মহৎ হৃদয়ে মন্তব্য প্রদানে উৎসাহ অনুপ্রেণা যোগিয়েছেন যে সকল মহান কবিগন তাঁদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সম্মান প্রদর্শণ এবং কৃতজ্ঞতার অবনত মস্তিস্ক গভীর ভালবসার শ্রদ্ধাঞ্জলী
তাঁদের চরণে অর্পণ।)))
শুকরিয়া ধন্যবাদ
শপথ
লাখো কোটি শুকরিয়া আল্লাহ মহান,
আপনাদের মন্তব্যে খুশির জোয়ার,
শ্রদ্ধা ভক্তি ভালবাসা ক্ষু্দ্র উপহার,
সুন্দর হৃদয় কবি করে গুনগান।
অধমের লেখালেখি ভালবেসে পাঠ,
শুভেচ্ছা অভিনন্দন আর ধন্যবাদ,
স্বার্থক পাগলামীতে পাই তৃপ্তি স্বাধ,
সম্মান মর্যাদা বুকে বেঁধেছে জমাট।।
ভাল ও সুস্থ থাকুন কামনা আমার,
সাফল্য অর্জনে খ্যাতি ছড়িয়ে সুনাম,
মঙ্গল কল্যানে হোক জয় অবিরাম,
পূর্ণ শান্তির জীবন সুখী পরিবার।
মনের বাসনা যত চাওয়া পাওয়া,
বিধাতার কৃপা হোক করি এই দোয়া।