সুখের নিশী
শপথ

সুখের নিশীতে আমি বন্ধুর আশায়,
বিরহে রজণী কাটে জেগে রই একা,
সাজানো ফুল শয্যায় আসে যদি সখা,
হৃদয়ে কুসুম কলি ফুটিল কোথায়?
ভালবেসে যারে আমি ভেবেছি আপন,
ভুলিয়া সে যে আমায় ফাকি দিলে মোরে,
মজে আছে কার প্রেমে মধুর বাসরে,
অবুঝ অন্তর কাঁদে অঝরে নয়ন।

আশা ভালবাসা যত আঁখির স্বপন,
অনন্ত প্রেম সাধিতে তার অপেক্ষায়,
তৃষ্ণার্ত ক্ষুধা মিটাতে মায়া মমতায়,
আদর স্নেহে রাঙ্গানো বুকের গহণ।
ক্রন্দণে সুখের নিশী করি যত পার,
ভালবেসে প্রতিদান দিল উপহার।।।